SAND COMPACTION PILE (SCP) নির্মাণ সংক্রান্ত নির্দেশনা।


SAND COMPACTION PILE (SCP) নির্মাণ সংক্রান্ত নির্দেশনা



Section of Sand Pile_Drafteasy


Drive of Sand Pile_Drafteasy

Sand Compaction Pile (SCP) -নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
১। Derrick/ Winch
২। Casing Pipe (ডিজাইন অনুযায়ী অভ্যন্তরীন ব্যাস: ২০০/ ২৫০/ ৩০০ মিঃমিঃ, Casing Pipe-এর দৈর্ঘ্য ডিজাইন গভীরতা হতে কমপক্ষে ২(দুই) মিটার বেশী হতে হবে)
৩। Drop Hammer (১টন বা অধিক ওজনের Solid সিলিন্ডার, যার ব্যাস Casing Pipe হতে ৬-৮ মিঃমিঃ কম হবে যেন তা Casing Pipe এর মধ্য দিয়ে উঠা-নামা করতে পারে।


SAND COMPACTION PILE (SCP) -নির্মাণ পদ্ধতিঃ
১। ডিজাইন লোকেশনে Drop Hammer এর সাহায্যে ৫০/১০০মিঃমিঃ গভীরতায় একটি গর্ত করতে হবে। Casing Pipe-কে সেই গর্তে স্থাপন করতে হবে এবং Winch মেশিনের Wire Rope এর সাহায্যে উলম্ব অবস্থায় রাখতে হবে।
২। F.M. >/= 1.8 (এক দশমিক আট) অনুযায়ী বালি Casing Pipe-এর মধ্যে Optimum Moisture Content (OMC) বজায় রেখে ১মিটার উচ্চতা পর্যন্ত ভর্তি করতে হবে।
৩। Casing Pipe –এ ভরাটকৃত বালি Drop Hammer  এর সাহায্যে কমপক্ষে ১.৫মিটার উচ্চতা হতে Dropping এর মাধ্যমে Compact করতে হবে যাতে Casing Pipe নিচের দিকে নামতে থাকে এবং Drop Hammer ডিজাইনে উল্লেখিত গভীরতায় পৌঁছে।
৪। ডিজাইনে নির্দেশিত গভীরতায় প্রবেশের Casing Pipe-কে Winch মেশিনের সাহায্যে ৩০০মিঃমিঃ পরিমান তুলে ফেলতে হবে। অতঃপর Casing Pipe-এর মধ্যে ৪৫০মিঃমিঃ -  ৬০০মিঃমিঃ উচ্চতায় বালি  (OMC স¤পন্ন) দ্বারা পূরণ করতে হবে।
৫। Casing Pipe –এ ভরাটকৃত বালি Drop Hammer-এর সাহায্যে কমপক্ষে ১.৫মিটার উচ্চতা হতে Dropping এর মাধ্যমে Compact  করতে হবে।
৬। যথাযথ Compaction হবার পর Casing Pipe-কে আবারো ৩০০মিঃমিঃ পরিমান তুলতে হবে, বালি পূরণ করতে হবে এবং ৫ নং নির্দেশিকা অনুযায়ী compact করতে হবে।
৭। উপরোক্ত পদ্ধতি বার বার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না Sand Compaction Pile (SCP), EGL পর্যন্ত তৈরী স¤পন্ন হয়।

মাটি পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাঃ

Note of Sand Pile_Drafteasy


Sand Compaction Pile (SCP) -এর কাজ স¤পূর্ণ শেষ হবার পর মাটির Bearing Capacity এর উন্নতি বোঝার জন্য কয়েকটি Standard Penetration Test (SPT) অবশ্যই করতে হবে। প্রতিটি SPT  অবশ্যই প্রতি চারটি SCP এর মধ্যবর্তী স্থানে করতে হবে। সচরারচর প্রতি ২০০টি SCP এর জন্য একটি SPT প্রয়োজন হবে।

No comments

Theme images by gaffera. Powered by Blogger.