স্লাম্প টেস্ট কি ? ইহা কিভাবে করা হয়? (What is Slump Test?)




স্লাম্প টেস্ট (Slump Test):- কংক্রিটের ঘনত্ব (Consistency) এবং কার্যোপযোগিতা (Workability) পরীক্ষা করার জন্য স্লাম্প টেস্ট  বা নতি পরীক্ষা করা হয়।

এই টেস্ট করার জন্য ফ্রাস্ট্রাম আকৃতির কোনক ব্যবহার করা হয়, যাহার উপরের ব্যাস ১০সেমি, তলার ব্যাস ২০সেমি এবং উচ্চতা ৩০সেমি। কোনকটিকে একটি মসৃন স্টীল প্লেটের উপর স্থাপন করে তিন স্তরে কংক্রিট ভর্তি করে প্রতি স্তরে ১৬ মিলি ব্যাসের ২ ফিট লম্বা রড দ্বারা ২৫ বার আঘাত করা হয়। অতঃপর কোণকের  হাতল দুটিকে ধরে আস্তে আস্তে তুলে নেয়া হয়। কোনকটিকে তুলে নেয়ার পর কংক্রিটের উচ্চতার কিছুটা পতন ঘটে। কোনকটিকে উল্টো করে ট্যাম্পিং রড কে কোনের উপর অনুভূমিক বসিয়ে কংক্রিটের পতন পরিমাপ করা হয়। এই পতনের পরিমানই হলো স্লাম্প।

অনুমোদনযোগ্য স্লাম্প
1. R.C.C Foundation Slump: 50mm to 120mm
2. Plain Footing Slump: 25mm to 100 mm
3. Slab, Beam & Column Slump: 77mm to 150mm
4. Pavement Slump: 50mm to 70mm

1 comment:

  1. স্লাম্প টেস্ট কি ? ইহা কিভাবে করা হয়? (What Is Slump Test?) - Drafteasy >>>>> Download Now

    >>>>> Download Full

    স্লাম্প টেস্ট কি ? ইহা কিভাবে করা হয়? (What Is Slump Test?) - Drafteasy >>>>> Download LINK

    >>>>> Download Now

    স্লাম্প টেস্ট কি ? ইহা কিভাবে করা হয়? (What Is Slump Test?) - Drafteasy >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Theme images by gaffera. Powered by Blogger.