অটোক্যাড ২০১৫ আঁকা বাঁকা সিলেকশন বন্ধ করুন এবং ড্রয়ইং লক করুন। (Change selection mode and Lock your drawing in Autocad)


 ধাপ ১: সিলেকশন করলে আঁকাবাঁকা হয়ে যাচ্ছে।

অটোক্যাড ২০১৫ আঁকা বাঁকা সিলেকশন বন্ধ করুন
 ধাপ ২: প্রথমে অপশনে যান ("op" Enter) তারপর সিলেকশন ট্যাবে যান এবং "Allow press and drag for lasso" থেকে টিক তুলে দেন। "OK" পিক করে বের হয়ে যান। দেখুন সিলেকশন মুড ঠিক হয়ে গেছে।

অটোক্যাড ২০১৫ আঁকা বাঁকা সিলেকশন বন্ধ করুন

অটোক্যাড ২০১৫ আঁকা বাঁকা সিলেকশন বন্ধ করুন

 ধাপ ১: "Open and Save" ট্যাব থেকে "Security Options" এ যান তার পর দুইবার একই  পাসওয়ার্ড ব্যবহার করে কন্ফার্ম করুন। ড্রয়িং ক্লোজ করে পুনরায় ওপেন করুন। দেখুন পাসোওয়ার্ড ছাড়া ড্রয়িং ওপেন হবে না।
ড্রয়ইং লক করুন

ড্রয়ইং লক করুন

ড্রয়ইং লক করুন

এই টিউটোরিয়ালসটির ভিডিও পেতে নিচের লিংক এ ক্লিক করুন।

You can see this link for video tutorials. Click Here



No comments

Theme images by gaffera. Powered by Blogger.